বাংলা ছোটগল্পের বৈচিত্র্যময় জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বতন্ত্র শিল্পদৃষ্টির অধিকারী। কল্লোলীয় কালের রোমান্টিক বৃত্ত ভেঙে বিভূতিভূষণ গল্পে এনেছেন চিরায়ত জীবনের শান্ত কোমল স্নিগ্ধ রূপ। পাশ্চাত্যের কৃত্রিম জীবনাবেগ থেকে তাঁর গল্প দূরবর্তী। প্রাচ্য জীবনের সহজাত রূপ তার মহিমা ও মলিনতা নিয়ে বিভূতির গল্পে উজ্জ্বল হয়ে উঠেছে।বাংলা ছোটগল্পে এক লোকোত্তর দৃষ্টির অধিকারী বিভূতিভূষণ। মাটি-প্রকৃতির স্পর্শে লালিত মানুষের তুচ্ছ জীবন লোকায়তের মহিমা পেয়েছে তাঁর গল্পে। ভারতীয় অধ্যাত্মবিশ্বাস, ব্রহ্মচেতনা তথা পারলৌকিক জীবনবোধের সূক্ষ্ম শৈল্পিক বয়নে বিভূতিভূষণের গল্প স্বতন্ত্র হয়ে উঠেছে। মর্ত্য-অমর্ত্য, লৌকিক-অলৌকিকের মিশেলে বিভূতির গল্প স্বয়ংস্বতন্ত্র। শাস্ত্র-সংস্কারের আবহমান বন্ধন সত্ত্বেও ধূলিমলিন পৃথিবীর ক্ষুদ্র খণ্ড জীবন প্রস্ফুট হয়েছে তাঁর গল্পে। বিভূতি-গল্পের প্রধান দিক এর হৃদয়ধর্ম ও সহজাত মানবীয়তা। চিরচেনা জীবনের বাইরেও দৃষ্টি ফেলেছেন লেখক। অভাব-দারিদ্র্যপীড়িত লোকায়ত জীবনের সমান্তরালে বিভূতিভূষণ বিহার করেছেন প্রকৃতিলোকে। অরণ্য-প্রকৃতি ও ছায়াচ্ছন্ন গাছপালাও তাঁর গল্পে সংবেদনশীল চরিত্র হয়ে উঠেছে। ভারতীয় প্রকৃতির মধ্যে লেখক অনুভব করেছেন এক অনির্দেশ্য লোকোত্তর সত্তাকে। ঔপনিষদিক ব্রহ্মচেতনাকে বিভূতিভূষণ অনুভব করেছেন বিস্তৃত প্রকৃতি ও জগতের বিচিত্র রূপের মধ্যে। উপন্যাসের মতো ছোটগল্পেও বিভূতির প্রকৃতি ব্রহ্মময়, এক সর্বব্যাপী সত্তা সমাচ্ছন্ন করে আছে তাঁর জগৎ ও প্রকৃতিলোককে।
Specification
Titel: | গল্পসমগ্র - ৩য় খণ্ড |
---|---|
Author | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
Publication: | প্রতীক প্রকাশনা সংস্থা |
ISBN: | 978-984-8801-55-0 |
Edition: | ২য় প্রকাশ এপ্রিল ২০২৪ |
Number of Pages: | 536 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |