নুসরাত জিজ্ঞেস করল, 'কেমন লাগছে সুইজারল্যান্ড। 'আমি তোমাকে বলে বোঝাতে পারব না, এত সুন্দর? 'তাহলে তো এবার অন্তত কোনো একটা জায়গা তোমার ভালো লাগল।' 'হ্যা, লেগেছে।' 'এবার কি তোমার গ্রামের চেয়েও সুন্দর মনে হয়েছে?' বলে ঠোঁট টিলে হাসল সে। 'হুম, এখন অবধি এর চেয়ে সুন্দর আর কোনো জায়গা আমি দেখি নি। এ আমার দেখা সবচেয়ে সুন্দর দেশ।' 'তাহলে এবার নিশ্চয়ই ওখানে তোমার থেকে যেতে ইচ্ছে হচ্ছে?' 'নাহ।' 'কেন? তুমি যে বললে, ও পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। সবচেয়ে সুন্দর দেশ। তারপরও থেকে যেতে ইচ্ছে করছে না?' 'নাহ। মানুষ মূলত থাকতে চায় সবচেয়ে শান্তির জায়গায়।' 'ওই তো হলো, একই। সুন্দরই তো শান্তি।' 'উই। সুন্দর সব সময় শান্তির নাও হতে পারে। কিন্তু যা শান্তির তা সব সময়ই সুন্দর।' 'মানে ধরো, যদি কিছু দেখতে অসুন্দরও হয়, কিন্তু তা শান্তি দেয়, তাহলে দেখবে সেটিই সুন্দর মনে হয়। আবার যা দেখতে সুন্দর, কিন্তু তা যদি শান্তি দিতে না পারে, সেখানে স্বস্তি বা স্থিরতা না থাকে, তাহলে সেই সুন্দরকেও আর ভালো লাগে না।'
Specification
Titel: | যেতে যেতে তোমাকে কুড়াই |
---|---|
Author | সাদাত হোসাইন |
Publication: | অন্যপ্রকাশ |
ISBN: | 9789849902089 |
Edition: | প্রথম প্রকাশ : একুশে বইমেলা ২০২৫ |
Number of Pages: | 240 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |