আমাদের সমাজে ভিন্নমত এখন বেশ বিরল। স্পষ্টভাবে বললে, সমাজে আছে; কিন্তু পত্রপত্রিকায়, গণমাধ্যমে সে মত প্রতিফলিত হওয়ার সুযোগ বেশ কমে এসেছে। যতটুকু বলা যায়, ততোটুকু বলার সুযোগও নিতে দেখা যায় না। তথ্য প্রকাশে যেমন আত্মনিয়ন্ত্রণের বাতিক, মতপ্রকাশেও তেমনি। রক্তচক্ষুর চেয়ে বড় হয়ে উঠেছে দুধটা, কলাটা খাবার লোভ। আর তাই মতামত গঠনে লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের কলামের যে ঐতিহ্য এদেশে দীর্ঘকাল ক্রিয়াশীল ছিল তা এখন ক্ষয় হতে চলেছে। এমন পরিস্থিতিতে যারা রাজনৈতিক কলাম লিখছেন তাদের মধ্যে আবু সাঈদ খান এখনও বিশ্লেষণী নিরপেক্ষতার বাতিটা জ্বালিয়ে রেখেছেন। আক্রমণাত্বকও নন কিন্তু তিনি জরুরি বিষয়গুলো বাছাই করে প্রশ্নগুলো তুলে রাখছেন। আগামীর কাল হয়তো সে প্রশ্নগুলোর উত্তর খুঁজবে। খবরের মতো কলামও দ্রæত হারিয়ে যাবার জন্যই প্রকাশিত হয়। গ্রন্থিত আকারে মহাকালের কাছে নিবেদন করার কিছু হয়তো তাতে থাকে না সচারচর। কিন্তু কিছু লেখা সংগ্রহ করে রাখতে হয়। আগামী দিনের স্বার্থেই এমন আয়োজন থাকা জরুরি।
Specification
Titel: | ধ্বনি প্রতিধ্বনি |
---|---|
Author | আবু সাঈদ খান |
Publication: | পাঠক সমাবেশ |
ISBN: | 9789848125120 |
Edition: | April 2021 |
Number of Pages: | 148 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |