অলি আহাদ
রাজনীতিবিদ, ভাষা সৈনিক। জন্ম ১৯২৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর গ্রামে। ১৯৪৪ সালে প্রথম বিভাগে মেট্রিক পাস করে ঢাকা কলেজে ভর্তি হন। পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের কারণে ১৯৪৬ সালে আইএসসি পরীক্ষা দিতে পারেননি। ১৯৪৭ সালে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। ১৯৫০-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও ভাষা আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে বহিষ্কার করে। অলি আহাদ কৈশোরেই রাজনীতির সঙ্গে জড়িত হন। তিনি ঢাকা কলেজ মুসলিম ছাত্রলীগের সভাপতি, ১৯৪৬ সালে ত্রিপুরা জেলা নির্বাচন বোর্ডের সদস্য, ১৯৪৮ সালে ঢাকা জেলা মুসলিম ছাত্রলীগের আহবায়ক হন। ১৯৪৯ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি অগ্রাহ্য হলে অলি আহাদ ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠন করেন। ১১ মার্চ সাধারণ ধর্মঘট পালনের সাময় অলি আহাদ, শেখ মুজিবুর রহমান, খালেক নেওয়াজ খান ও শামসুল হক গ্রেফতার হন।