বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা বাংলাদেশে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন। ১৯৯৬-২০০১ প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হয়ে খুব সফলভাবে দেশ পরিচালনা করেন। যথেষ্ট দায়িত্বশীল, দূরদর্শিতাপূর্ণ নেতৃত্ব এবং একজন জনদরদি নেতা হিসেবে তিনি বাংলাদেশকে এক সম্ভাবনার দেশ হিসেবে বিশ্বে পরিচিত করে তোলেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল স্বাধীনতার পরাজিত শক্তি। দেশি-বিদেশি ষড়যন্ত্রের নীলনকশাকারী একদল সেনাসদস্য এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে পাকিস্তানি স্টাইলে পরিচালনার স্পর্ধা দেখায়। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করে। মুক্তিযোদ্ধাদের বীরত্বকে অবমাননা করে। এমনকি জাতির পিতার ছবি, নাম ও স্মৃতিকে মুছে ফেলার অপচেষ্টাও চালায় এবং ১৯৭৫ থেকেই স্বাধীনতার ইতিহাস বিকৃতির এক দুর্ভাগ্যজনক ষড়যন্ত্র অব্যাহত রাখে। আর এসব ঘাতক ও ষড়যন্ত্রকারীদের প্রচ্ছন্ন মদদে এরা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে জেনারেল জিয়া, জেনারেল এরশাদ ও খালেদার শাসনামল। দেশকে তারা পশ্চাৎ-মুখী ও অগণতান্ত্রিক, দুর্নীতি ও দুর্ভিক্ষের দেশ হিসেবে বিশ্বের মানুষের কাছে তুলে ধরে।বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি বাংলাদেশের মানুষকে তিনি এক আত্মমর্যাদাশীল বীরের জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে। ১৫ আগস্টের শোককে তিনি শক্তি ও সাহসের মাধ্যমে হৃদয়ে ধারণ করতে সক্ষম হন। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের বিনিময়ে আজকে তাঁর অবস্থান অনেকখানি সংহত। পিতার যোগ্য উত্তরসুরি হিসেবে তিনি তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। বিশ্বনেতার মর্যাদায় তিনি আজ প্রতিষ্ঠিত। ‘বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা' গ্রন্থটিতে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের চমকপ্রদ উত্থান যেমন আবিষ্ট করবে, তেমনি তাঁর ব্যক্তিগত জীবন ও দরদি মন নিয়ে লেখা ঘটনাগুলো পাঠককে আচ্ছন্ন করবে। শেখ হাসিনার ক্যারিশমা এখানেই।
Specification
Titel: | বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা |
---|---|
Author | বেবী মওদুদ , বেবী মওদুদ(Editor) |
Publication: | অনিন্দ্য প্রকাশ |
ISBN: | 9789844142268 |
Edition: | ৩য় প্রকাশ ফেব্রুয়ারি ২০২২ |
Number of Pages: | 112 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |