সাদিকুর রহমান পরাগ

জন্ম ৩০ অক্টোবর '৬৮ সাল। বাবা: মোঃ খলিলুর রহমান চৌধুরী মা: ফিরোজা বেগম। গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাগাপাশা গ্রামে হলেও ঢাকায়। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের পাঠ চুকিয়ে নটরডেম কলেজে প্রবেশ। বিপণন বিষয়ে মাস্টার্স শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কর্মজীবনের শুরু। স্বপ্ন দেখেন মানবিক মূল্যবোধে বিকশিত মুক্ত মানুষের পৃথিবীর। যখন থেকে বুঝতে শেখা, তখন থেকেই দেখেছে অবরুদ্ধ স্বদেশ। অধিকারহীন মানুষ। শৃঙ্খলিত মানুষ। স্বৈরশাসনে নিষ্পেষিত মানুষ। এর বিপরীতে মানুষের ঘুরে দাঁড়াবার চিত্র। অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের চিত্র। এই রকম এক ঝঞ্ঝাসংকুল পরিবেশে উত্তাল তারুণ্যে অন্যায়-আপসের বিরুদ্ধে রাজপথে সাহসী মিছিলে শানিত হয়েছে জীবনবোধ। পৃথিবীর পাঠশালায় শেখা-কীভাবে জীবনের পরোয়া না করে জীবনকে ভালোবাসা যায়। মানুষের জন্য কিছু করার তাড়না থেকেই রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। কলাম লিখেন সমকালীন বিষয় নিয়ে। অনুবাদ করেছেন। লিখেছেন গল্প, কবিতা ও উপন্যাস। প্রকাশিত গ্রন্থ- শব্দের ইচ্ছে ঘুড়ি, প্রতিদিন প্রতি মুহূর্তের কবি রিলকে, ঠিকানা অজ্ঞাত, পিনপতন সরবতা, নিঃসঙ্গ গাঙচিল, আকবর, মানুষ, এক পৃথিবীর গল্প, তিনভাগ জল ।

Author's Books

We found 2 items for you!