ভূঁইয়া ইকবাল
জন্ম: ২২ নভেম্বর ১৯৪৬। পিতা ইয়াসিন ভূঁইয়া, মা: মাহফুজা খাতুন। ভূঁইয়া ইকবাল দৈনিক পাকিস্তান / দৈনিক বাংলায় সাংবাদিক ছিলেন (১৯৬৮-১৯৭৩) তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাক্তন সভাপতি। ২০১৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা প্রায় ২০টি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বই : বাংলাদেশের উপন্যাসে সমাজচিত্র, রবীন্দ্রনা ও মুসলমান সমাজ, রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র, বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা, বুদ্ধদের বসু, আবুল কালাম শামসুদ্দীন, শশাঙ্ক মোহন সেন, আনোয়ার পাশা, রবীন্দ্রনাথ : তাঁর চিঠি, তাকে চিঠি। সম্পাদিত : মানিক বন্দ্যোপাধ্যায়, নির্বাচিত রচনা : আবদুল করিম সাহিত্যবিশারদ, নজরুলের কবিতা : বাজেয়াপ্তির জন্যে অনুবাদ, আরো লেখা : প্রমথ চৌধুরী, শামসুর রাহমান : নির্জনতা থেকে জনারণ্যে, সমাজ ও সংস্কৃতি, আনিসুজ্জামান সংবর্ধনা স্মারক, আজিজুল হক স্মারকগ্রন্থ, পূর্ববঙ্গে বক্তৃতা : রবীন্দ্রনাথ ঠাকুর, Selections from The Mussalmum, শামসুর রাহমানের পাণ্ডুলিপি-চিত্র, অমিয় চক্রবর্তীর স্মৃতিকথা ও পত্রাবলি, শঙ্খ ঘোষ : অগ্রন্থিত পত্রাবলি পূর্বলেখ (কবিতা পত্রিকা, ৩ সংখ্যা, ১৯৬৬)।