ওমর খালিদ রুমী

ওমর খালিদ রুমী জন্ম ভোলায় : ৬ই জুলাই ১৯৪৯ । স্কুল : ঢাকা ওয়েস্ট এন্ড হাইস্কুল, ফরিদপুর হাইস্কুল, এইডেড হাইস্কুল, সিলেট । কুমিল্লা জিলা স্কুল কলেজ, কায়েদে আজম কলেজ, নটরডেম কলেজ, দিনাজপুর গভঃ কলেজ, যশোর এম এম কলেজ। বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয় এমএসসি- ১৯৭৫ । ক্রিকেট : ইসমাইল গ্রিন সিলেট, যশোর রেইনবো ক্রিকেট ক্লাব, মুন্সিপাড়া ক্রিকেট ক্লাব, দিনাজপুর। ঢাকা আবাহনী ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ বিমান । জাতীয় দলে ১৯৭৭-১৯৮৫ । জাতীয় দলের পক্ষে ইংল্যান্ডে আইসিসি ট্রফি প্রতিযোগিতা ১৯৭৯-১৯৮২। বাংলাদেশের স্বাধীনতা-উত্তর প্রথম ব্যান্ডের (আন্ডার গ্রাউন্ড পিস লাভার্স) সদস্য (গান ও গিটার)। বারতি ব্যান্ড উইন্ডি সাইড অব কেয়ার, ফিডব্যাক, রেনেসাঁ, কে-ওজ অব ওভাল জেনিথ, বাংলাদেশ। ক্রিকেটের ওপর দুটি বই বাংলায়, ইংরেজিতে ক্রিকেট অ্যাজ আই স ইট প্রকাশিত হয়েছে। দুটি পেইন্টিং এক্সিবিশন হয়েছে (২০১৩, ২০১৪)। পুরস্কার : ক্রিকেটার অব দি ইয়ার- বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (১৯৭৭-৭৮)। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- ২০০৩।ওমর খালিদ রুমী জন্ম ভোলায় : ৬ই জুলাই ১৯৪৯ । স্কুল : ঢাকা ওয়েস্ট এন্ড হাইস্কুল, ফরিদপুর হাইস্কুল, এইডেড হাইস্কুল, সিলেট । কুমিল্লা জিলা স্কুল কলেজ, কায়েদে আজম কলেজ, নটরডেম কলেজ, দিনাজপুর গভঃ কলেজ, যশোর এম এম কলেজ। বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয় এমএসসি- ১৯৭৫ । ক্রিকেট : ইসমাইল গ্রিন সিলেট, যশোর রেইনবো ক্রিকেট ক্লাব, মুন্সিপাড়া ক্রিকেট ক্লাব, দিনাজপুর। ঢাকা আবাহনী ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ বিমান । জাতীয় দলে ১৯৭৭-১৯৮৫ । জাতীয় দলের পক্ষে ইংল্যান্ডে আইসিসি ট্রফি প্রতিযোগিতা ১৯৭৯-১৯৮২। বাংলাদেশের স্বাধীনতা-উত্তর প্রথম ব্যান্ডের (আন্ডার গ্রাউন্ড পিস লাভার্স) সদস্য (গান ও গিটার)। বারতি ব্যান্ড উইন্ডি সাইড অব কেয়ার, ফিডব্যাক, রেনেসাঁ, কে-ওজ কিং অব ওভাল জেনিথ, বাংলাদেশ। ক্রিকেটের ওপর দুটি বই বাংলায়, ইংরেজিতে ক্রিকেট অ্যাজ আই স ইট প্রকাশিত হয়েছে। দুটি পেইন্টিং এক্সিবিশন হয়েছে (২০১৩, ২০১৪)। পুরস্কার : ক্রিকেটার অব দি ইয়ার- বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (১৯৭৭-৭৮)। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- ২০০৩।

Author's Books

We found 1 items for you!