বাশার খান
বাশার খান জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লার দাউদকান্দিতে। বাবা প্রয়াত ওসমান খান, মা জুলেখা বেগম । বড় ভাই বাচ্চু খান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহিদ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি (তথ্য মন্ত্রণালয়) এ জ্যেষ্ঠ গবেষক হিসেবে কর্মরত। গবেষক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি'র “এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন' প্রকল্পে। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিউজরুম এডিটর ছিলেন। কাজ করেছেন একটি বেসরকারি সংস্থায় মিডিয়া উপদেষ্টা হিসেবে। জাতীয় দৈনিক ও বিভিন্ন জার্নালে লেখালেখি করেন। লেখকের সমাদৃত গবেষণা গ্রন্থ একাত্তরের ঈদ, ২০১৮, দ্যু প্রকাশন। কচুরিপানা ১৯৭১ মুক্তিযুদ্ধের সহায়ক অনুষঙ্গ শীর্ষক গবেষণাকর্ম প্রশংসিত হয়েছে। বিজ্ঞজনের কাছে। অন্যান্য গ্রন্থ : রোকেয়া হল গণহত্যা- আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষা (যৌথ), ২০২০, কাগজ প্রকাশনঃ মুক্তিযুদ্ধে দাউদকান্দি (যৌথ), প্রকাশন, ২০১৯: সংগ্রামী নারী ৫২ ও ৭১ (সম্পাদনা), ২০১৮ ডেইলি স্টার বুকস্: ঢাকা ১৯৭১: ধামরাই গণহত্যা (যৌথ), ২০১৮, আহমদ পাবলিশিং হাউস: কুমিল্লা ১৯৭১ : রায়পুর গণহত্যা (সম্পাদনা), ২০১৬, মাটি; ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়, মাটি, ২০১৭ এবং ভাষা আন্দোলনে বৃহত্তর দাউদকান্দি, ২০১৫, আহমদ পাবলিশিং হাউস ।