দন্ত্যস রওশন
দন্ত্যস রওশন ( সাইদুজ্জামান রওশন) জন্ম ২ সেপ্টেম্বর ১৯৬২, ঢাকার নবাবগঞ্জ উপজেলার বকচর গ্রামে। মা আজিমা খাতুন, বাবা আবদুল ওহাব। শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। কবিতার মধ্য দিয়ে লেখালেখির সূচনা। পরে গল্প-উপন্যাস ও শিশুসাহিত্য রচনায় সক্রিয় হন। শিশু কিশোরদের বইয়ের সংখ্যা ৫০। প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৫। মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস নোটুর সেভেনটি ওয়ান-এর জন্য অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। নোটুর একটি রাইফেল মুক্তিযুদ্ধের শিশু কিশোর উপন্যাসের জন্য পান অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরুস্কার। কিশোর গল্পগ্রন্থ পরিদের নাচের টিচার-এর জন্য পান ফান কেক আনন্দ আলো পুরস্কার। স্ত্রী ডা. ফারহানা মোবিন, ছেলে অনুভব অভিলাষ জামান। উল্লেখযোগ্য সম্পাদনা, ১৯৭১ ঘাতক দালালের বকতৃতা ও বিবৃতি। গুন্টার গ্রাস সংকলন,একাত্তরের অগ্নিকন্যা। অণুকাব্য লিখে খ্যাতি অর্জন করেন। কবিতাপত্র আমলকীর সম্পাদক। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৫। পেশা: সাংবাদিকতা।