ফ্রাঁসোয়া মরিয়াক
(জন্ম: ১১ই অক্টোবর ১৮৮৫ – ১লা সেপ্টেম্বর ১৯৭০) ছিলেন একজন ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, কবি, সাহিত্য সমালোচক ও সাংবাদিক। তিনি ১৯৩৩ সাল থেকে আকাদেমি ফ্রঁসেজের একজন সদস্য ছিলেন এবং ১৯৫২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। ১৯৫৮ সালে তাঁকে গ্রঁ ক্রোয়া দ্য লা লেজিওঁ দনর সম্মাননায় ভূষিত করা হয়। তিনি আজীবন ক্যাথলিক ছিলেন।