সুমন সাজ্জাদ
সুমন সাজ্জাদ জন্ম ৮ মে ১৯৮০, বিষ্ণুপুর, শেরপুর। মূলত কবি। মাঝে মাঝে গল্প লেখেন। লিখেছেন রম্যরচনা। অনুবাদ করেছেন গ্রিক ও লাতিন ভাষার কবিতা। এখন কাজ করছেন প্রাচীন মিশরীয় সাহিত্য নিয়ে। কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও অনুবাদ মিলিয়ে মোট বইয়ের সংখ্যা ৯। প্রকৃতি, প্রান্তিকতা ও জাতিসত্তার সাহিত্য বইয়ের জন্য ২০১১-তে পেয়েছেন ‘এইচএসবিসি-কালি ও কলম তরুণ লেখক পুরস্কার। পেশায় শিক্ষক— বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।