রেহান রাসুল

রেহান রাসুল ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন ঢাকাতেই। পড়াশুনা করেছেন ইংরেজি মাধ্যমে। তিনি পড়াশুনার পাশাপাশি ছোটবেলায় গান শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। উচ্চাঙ্গসংগীত গেয়ে ১১ বছর বয়সেই পুরষ্কার পেয়েছিলেন। গান গেয়ে পুরষ্কার পেলেও তিনি পেশায় আর.জে। তিনি বর্তমানে এবিসি রেডিওতে কর্মরত আছেন। গানের প্রতি রয়েছে তার অসম্ভব ভালবাসা। অর সেই ভালবাসা থেকেই নিজের কথা ও সুরে গেয়েছেন ‘বাজে স্বভাব’ শিরোনামে একটি গান যার সংগীতায়োজন করেছেন পৃথ্বীরাজ। এরই মধ্যে তিনি নবীন লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আছে গল্প, উপন্যাস ও কবিতার বই।

Author's Books

We found 2 items for you!

Image-Description
Image-Description
Image-Description
Image-Description