চৌধুরী জাফরউল্লাহ শারাফাত

(জন্ম: ১০ মে) একজন বাংলাদেশি ধারাভাষ্যকার। সতন্ত্র বচনভঙ্গি ও ধারাভাষ্যের জন্য তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ধারাভাষ্যকার হিসেবে পরিচিতি লাভ করেছেন।চৌধুরী জাফরউল্লাহ শারাফাত ১০ মে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শারাফাত হোসেন চৌধুরী। তারা তিন ভাই ও তিন বোন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়'র রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শারাফাত নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে অডিশন দেন এবং নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ বেতারেও নির্বাচিত হন। প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রোমানিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচের ধারাভাষ্য প্রদানের মধ্য দিয়ে ধারাভাষ্যকার হিসেবে তিনি তার যাত্রা শুরু করেন। অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রিচি বেনোর ধারাভাষ্যে প্রভাবিত হয়ে তিনি এ পেশায় আসেন। ২০১৭ সালে বাংলাদেশে নতুন ধারাভাষ্যকার অনুসন্ধানের উদ্দ্যেশে আয়োজিত ‘কমেন্টেটর হান্ট’ প্রতিযোগিতার তিনি একজন উদ্যোক্তা ও প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন।

Image-Description
Image-Description
Image-Description
Image-Description