সৈয়দ মোহাম্মদ শাহেদ
জন্ম ১৯৫২, চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক । পিএইচডি গবেষণা ঢাকায়, পোস্ট ডক্টরাল জাপানের নাগোয়াতে। তাঁর নতুন চর্যাপদ প্রকাশের পর চর্যাপদের গবেষক হিসেবে পরিচিত। ফোকলোর ও তুলনামূলক লোকসাহিত্য নিয়ে তাঁর বই ছড়ায় বাঙালী সমাজ ও সংস্কৃতি এবং Comparative Study in Oral Tradition। রমেশ শীলের জীবনী রচনা ও কবিয়ালের রচনাবলি সম্পাদনা করেছেন। ফণী বড়ুয়া, রণেশ দাশগুপ্ত ও সন্তোষ গুপ্তের জীবনীকার। আফ্রিকার কবিতা নিয়ে আলোচনাগ্রন্থ রয়েছে। তাঁর Aesthetics of Gandhi দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। কিশোর গ্রন্থের মধ্যে রয়েছে ওয়াল্ট ডিজনির অনুবাদ, প্যালেস্টাইনের ইতিহাস প্রভৃতি ।