নিয়াজ আহমেদ

“নিয়াজ আহমেদ” বাংলাদেশের প্রথম সিভি রাইটিং কোম্পানি “কর্পোরেট আস্ক” এর সিইও হিসেবে কাজ করছেন। ২০২৫ সালের ভিতর এক লক্ষ মানুষকে জব পাওয়ার জন্যে সকল সহযোগিতা করে যাচ্ছে কর্পোরেট আস্ক। তিনি মূলত তরুণদের জব আরও বেটার জব পাওয়ার কৌশল নিয়ে রিসার্চ করতে পছন্দ করেন। তার সকল বই স্কিল ডেভলপমেন্টের উপর লেখা। ৩৫ হাজারের বেশি মানুষকে সিভি লিখে দেয়ার মাধ্যমে বেটার জব পেতে হেল্প করেছেন তিনি। তার লেখা বইয়ের সংখ্যা ১৭। তিনি বিশ্বাস করেন, অন্যকে ইমপ্রেস করতে হলে নিজের কাজগুলোক এক্সপ্রেস করতে পারতে হবে। আর কোন মানুষ যদি স্কিল্ড হয় এবং তার কাজকে প্রেজেন্ট করার কৌশল জানে, তাহলে তার নেক্সট ক্যারিয়ার মুভমেন্ট আর কোনভাবেই আটকে থাকতে পারে না। বাংলাদেশে এতো এতো দক্ষ এবং যোগ্য মানুষ, কিন্তু কোম্পানিগুলোর টপ পজিশনে শ্রীলংকান বা ইন্ডিয়ান মানুষ বসে আছেন। এটা তাকে বিষণ কষ্ট দেয়। তার এই লক্ষাধিক ক্লায়েন্ট থেকেই হয়তো কেউ হচ্ছেন, দেশীয় কোম্পানির টপ লিডার। এমনটাই তার মূল লক্ষ্য। Niaz Ahmed লিখে গুগোল করলে, ফেইসবুক ও লিংকডইনে খুঁজলে, আরও বিস্তারিত জানা যাবে।

Author's Books

We found 4 items for you!