কেতন শেখ

সাহিত্য, কাব্য আর সঙ্গীতকে নিয়ে স্বপ্নময় আপন ভুবনে কেতন শেখ-এর সময় কাটে। নিয়মিত লিখছেন জাগৃতি প্রকাশনী ও বর্ষা দুপুরের জন্য। পরিজামীরা, অধরা অনুরাগ, অভিসরণ, রাধিকা, কাজল, নীল গাড়ি ও সাদা স্বপ্ন ও এক-দুই-আড়াই তার লেখা আলোচিত উপন্যাস। এছাড়াও লিখেছেন অন্তঃস্রোত (গল্পগ্রন্হ), নিরাকার (গল্পগ্রন্হ), চতুষ্পথ (কাব্যগ্রন্হ), চতুষ্টয় (কাব্যগ্রন্হ) ও চতুষ্কোণ (কাব্যগ্রন্হ)। সম্পাদনা করেছেন বারো ভৌতিক (গল্প সংকলন), শুভেচ্ছা, স্বাগতম! (শিশুতোষ গল্প), দীপান্জলী (কাব্য সংকলন), দীপান্জলি ২ (কাব্য সংকলন) ও ঈশানের ভাবনা (শিশুতোষ গল্প)। জন্ম ঢাকায়। পেশায় অর্থনীতিবিদ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন থেকে অর্থনীতিতে পি এইচ ডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিন্স্টারে অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। লেখালেখির মতো সঙ্গীতও তাঁর অন্যতম প্রিয় শখ। তাই মাঝে মাঝে অবসরে তিনি ব্যক্তিগত রেকর্ডিং স্টুডিও এপসিলনে নীল বাতি জ্বালিয়ে সুর সৃষ্টি করেন। ব্যক্তিজীবনে আড্ডাপ্রিয়। বাকি সময় নষ্ট করেন ফেসবুকে আর সিনেমা দেখে।

Author's Books

We found 1 items for you!