প্রফেসর ডা. মাহমুদ হাসান
একজন বাংলাদেশি চিকিৎসক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি ২০১৭ সালে সমাজসেবায় একুশে পদক লাভ করেন এবং ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় অধ্যাপক নিযুক্ত হন। হাসান শিক্ষক ও চিকিৎসক হিসাবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ২০১১-২০১৩ সালে দুই বছর মেয়াদে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দুই বার বাংলাদেশ মেডিকেল এসোশিয়েশনের সভাপতি নির্বাচিত হন। ২০২১ সালে বাংলাদেশ সরকার তাকে পরবর্তী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক নিযুক্ত করে।