আবদুল্লাহ জাহিদ

আবদুল্লাহ জাহিদ। জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে অনার্স। সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স। বাংলাদেশের পরিকল্পনা উন্নয়ন একাডেমী থেকে উন্নয়ন অর্থনীতিতে ডিপ্লোমা। ইংল্যান্ডের হাল বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিষয়ক উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরির একজন ম্যানেজার। দেশ-বিদেশের পত্রিকায় নিয়মিত কলাম, গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে থাকেন। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত আমেরিকা থেকে সাপ্তাহিক যায়যায়দিন ম্যাগাজিনে ‘ম্যানহাটন ডায়েরি’ নামে জনপ্রিয় একটি কলাম লিখেছেন যা পরবর্তীতে বই (২০১০) আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশিত অন্যবইগুলো হচ্ছে : [অনুবাদ গ্রন্থ] একটি জাতির জন্ম : পূর্ব পাকিস্তান যেভাবে বাংলাদেশ হলো (২০১৯); [ছোটোগল্প] নির্বাসিত ভালোবাসা (২০১৭); [সম্পাদনা] জীবন থেকে পাওয়া (২০১৪); [গবেষণা] বিশ্বসংবাদপত্রে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ (২০২১) এক কন্যা সন্তানের জনক।

Author's Books

We found 1 items for you!