সৈয়দ অণির্বাণ
সৈয়দ অনির্বাণের লেখায় খুঁজে পাওয়া যায় কল্পনা আর বাস্তবতার এক অভুতপূর্ব মিশেল। তিনি কাজ করেন সাহিত্যের নানামুখী দিক নিয়ে, নতুনত্ব আর চিরায়তকে একই কাতারে টেনে এনে জন্ম দেন বিভিন্ন কাল্পনিক আখ্যানের। কখনও হয়ত তা বাস্তবতার প্রতিবিম্ব, আবার কখনও বা সম্পূর্ণ অলীক, তবে সদাই উপভোগ্য। বাংলায় আরবান ফ্যান্টাসি ধারার অগ্রদূত এই লেখক তার পাঠকপ্রিয় শোণিত উপাখ্যান ত্রয়ী ছাড়াও রচনা করেছেন নানা ঘরানার আরো কয়েকটি মৌলিক উপন্যাস এবং বিভন্ন আঙ্গিকের বেশ ক’টি ছোট গল্প। তার লেখার প্রধান উপজিব্য - অবাস্তবকে বাস্তব ঢঙে উপস্থাপন!