মিচিকো আয়োইয়ামা

জন্ম ১৯৭০ সালে জাপানের হোনহুতে। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে সিডনিতে রিপোর্টার হিসেবে ক্যারিয়ার শুরুর পর টোকিওতে ফিরে এসে ম্যাগাজিন এডিটর হিসেবে কাজ করা শুরু করেন। 'হোয়াট ইউ আর লুকিং ফর ইজ ইন দ্য লাইব্রেরি' জাপানে বেস্টসেলার অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর বাইশটিরও বেশি ভাষায় বইটি অনুদিত হয়েছে। বর্তমানে জাপানের ইয়োকোহামাতে বসবাস করছেন তিনি।

Author's Books

We found 1 items for you!