মোস্তাক শরীফ

মোস্তাক শরীফ জন্ম ১৯৭৩ সালে, ফেনী শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। বর্তমানে একই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে জড়িত তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায়ও। পাঠ্যবই রচনার মাধ্যমে লেখালেখির শুরু। প্রথম উপন্যাস ‘সেদিন অনন্ত মধ্যরাতে’, ২০১২ সালে প্রকাশিত। সিলভিয়া প্লাথের ‘দ্য বেল জার’ অনুবাদ করেছেন, সে সঙ্গে জ্ঞান ব্যবস্থাপনা থেকে শুরু করে শিশুতোষ গল্প নানা পরিসরে লেখালেখি করে চলেছেন। এ পর্যন্ত মোট প্রকাশিত বই চৌদ্দটি। পিএইচডি করেছেন ২০১১ সালে, পল্লী উন্নয়নে তথ্যসেবা-র ভূমিকা নিয়ে।

Author's Books

We found 1 items for you!