ওরহান পামুক
জন্ম ৭ জুন ১৯৫২, তুরস্কের ইস্তাম্বুলে । তুর্কি কথাশিল্পী । ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। বিশ্বের ৬০টির বেশি ভাষায় তার বই অনূদিত হয়েছে এবং লাখ লাখ কপি বই বিক্রি হয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে দ্য হোয়াইট ক্যাসল, স্নো, দ্য ব্ল্যাক বুক, মাই নেম ইজ রেড। পামুক ও হোসে সারামাগোর যৌথ প্রস্তাবের ফল ইউরোপীয় লেখকদের সংসদ ইউরোপিয়ান রাইটার্স পার্লামেন্ট। অটোম্যান সাম্রাজ্যে আর্মেনীয় গণহত্যা সম্পর্কে মন্তব্য করায় পামুককে তুরস্কে বিচারের সম্মুখীন হতে হয়। ইস্তাম্বুল বইতে ওরহান পামুক আমাদের পথ দেখিয়ে নিয়ে যান তাঁর জন্মশহর ইস্তাম্বুলের স্মৃতিস্তম্ভ ও হারানো স্বর্গের মধ্য দিয়ে, কালজীর্ণ অটোম্যান ভিলায়, অলিগলি ও জলপথ ধরে।