ফ্রান্সিস হজসন বার্নেট

পুরো নাম ফ্রান্সিস এলিজা হজসন বার্নেট । জন্ম ১৮৪৯ সালের ২৪ নভেম্বর ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে। তিন বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন । ১৯ বছর বয়সে টাকার জন্য বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি শুরু করেন। তাঁর প্রথম উপন্যাস দ্যাট ল্যাস অ লোরিজ প্রকাশের পর বেশ প্রশংসিত হয়। ১৮৮৬ সালে প্রকাশিত উপন্যাস লিটল লর্ড ফ্যন্টলোরয় তাঁকে শিশুসাহিত্যিক হিসেবে জনপ্রিয়তা এনে দেয়। ১৮৮০ সালের দিকে তিনি নিয়মিত ইংল্যান্ড ভ্রমণ শুরু করেন । সেখানে একটি বাড়িও কেনেন। সেই বাড়িতে বসেই লেখেন দ্য সিক্রেট গার্ডেন। তাঁর আরও দুটি জনপ্রিয় কিশোর উপন্যাস লিটল লর্ড ফ্যন্টলোরয় ও লিটল প্রিন্সেস। ১৯২৪ সালে নিউইয়র্কের ন্যাসো কাউন্টিতে তিনি মৃত্যুবরণ করেন।

Author's Books

We found 2 items for you!