শিশিরকুমার ভট্টাচার্য

জন্ম বরিশালে ১৯৪০ সালের ১৩ ফেব্রুয়ারি। পড়াশোনা খুলনা, ঢাকা, রাজশাহী ও ইংল্যান্ডে। পিএইচডি করেছেন জ্যোতিঃপদার্থবিজ্ঞানে, লন্ডন বিশ্ববিদ্যালয়ের কুইন মেরি কলেজ থেকে। তাঁর গবেষণার বিষয় গ্রহ-নক্ষত্রের সৃষ্টি ও বিবর্তন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের অধ্যাপক ছিলেন। উল্লেখযোগ্য বই— মানুষ ও মহাবিশ্ব, মহাজাগতিক মহাকাব্য, কালের প্রকৃতি এবং অন্যান্য, সৌরজগৎ : সৃষ্টি ও নানা প্রসঙ্গ, ব্ল্যাক হোল, A text Book of Spherical Astronomy |