ড. নুরুল আনোয়ার

ড. নুরুল আনোয়ার জন্ম-১৯৪৪, ১ এপ্রিল, ময়মনসিংহ। ড. নুরুল আনোয়ার একজন জীবন-রসিক। ময়মনসিংহ কাউন্টি ক্লাব (১৯৫৮) এর প্রতিষ্ঠাতা, কৃষি-বিশ্ব ক্রিকেট টিমের উদ্যোক্তা, অধিনায়কের দায়িত্ব পালন, জেলা দল ও বিশ্ব ক্রিকেট দলের প্রতিনিধিত্ব (১৯৬৪-৬৭), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য (১৯৮৩-৮৭)। 'ডেইলি স্টার' ও 'দি ইন্ডিপেন্ডেন্ট' পত্রিকায় ক্রিকেট বিষয়ক তাঁর বহু লেখা প্রকাশিত হয়েছে। অধ্যাপনা—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রাগ সংঙ্গীতশিক্ষা ওস্তাদ বিজয় কৃষ্ণ ভট্টাচার্য ও ওস্তাদ মিঠুন দের কাছে। ড. শৈলজারঞ্জন মজুমদার, ড. শান্তিদেব ঘোষ (শান্তিনিকেতন) ও রাগ সংঙ্গীতের কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের সাহচর্য লাভ। তাদের অনুপ্রেরণায় ময়মনসিংহে 'শিশুতীর্থ অনন্দধ্বনি' সংগীত স্কুলের প্রতিষ্ঠাতা। রবীন্দ্র সংঙ্গীত বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ রয়েছে।

Author's Books

We found 2 items for you!