সরাফ আহমেদ

সরাফ আহমেদ জন্ম ও বেড়ে ওঠা রাজশাহী শহরের রানীবাজারে। লেখাপড়া লোকনাথ হাইস্কুল, রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ভূগোলে অনার্স ও মাস্টার্স। হ্যানোভার বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণেও মাস্টার্স করেছেন। ১৯৮৫ সাল থেকে আছেন জার্মানির হ্যানোভার শহরে। ইউরোপ নিয়ে লিখছেন ৩০ বছর ধরে। লোয়ারসাক্সেন প্রদেশের শিক্ষা বিভাগে চাকরির পাশাপাশি তিনি প্রথম আলোর জার্মানি প্রতিনিধি। হ্যানোভারে ২৫ বছর আগে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র। সংগঠনটি পরিবেশ, বর্ণবাদ, শরণার্থী ও আন্তসাংস্কৃতিক সংহতি নিয়ে কাজ করছে।

Author's Books

We found 1 items for you!

Image-Description
Image-Description
Image-Description
Image-Description