আখতার উজ্জামান সুমন

"১৯ ফেব্রুয়ারি তিনি কড়রা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। লেখকের প্রাতিষ্ঠানিক নাম আখতার উজ্জামান চৌধুরী। বাবা ব্যাংক কর্মকর্তা ও মা গৃহিনী। চার ভাইয়ের মধ্যে সবার বড় অর্থাৎ মা-বাবার প্রথম সন্তান তিনি। বাবার চাকুরির সুবাদে শৈশব কেটেছে নিজ গ্রামের বাহিরে। বিজ্ঞান শাখা থেকে ১ম বিভাগ প্রাপ্ত হয়ে এসএসসি পাশ করেন। ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে ১ম বিভাগ প্রাপ্ত হয়ে এইচএসসি পাশ করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বনামধন্য কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি সাহিত্যসহ ডিগ্রী অর্জন করেন। ইংরেজি সাহিত্যে পড়ালেখা করলেও বাংলা সাহিত্যের প্রতি তার অনুরাগ শৈশব থেকেই। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি একই বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যয়নরত আরেক কলাপ্রেমীকে অর্ধাঙ্গিনী হিসাবে বরণ করেন। কুমিল্লা মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন। তারপর কুমিল্লা ন্যাশনাল ক্যাডেট স্কুল এন্ড কলেজেও শিক্ষকতা করেন কিছুদিন। বর্তমানে তিনি ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’ এ কর্মরত আছেন। শিক্ষিকা স্ত্রী ও দুই পুত্র-কন্যাসহ তাঁঁর সংসারস্বর্গ। সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকাটাই তাঁর অধিক পছন্দ। নীল তাঁর প্রিয় রং। গোধূলি তাঁর প্রিয় সময়। খেলার দিক থেকে ক্রিকেট। অবসর সময়ে দেশি-বিদেশি চলচ্চিত্র দেখতে ও বই পড়তে তিনি খুব ভালোবাসেন। গিটার বাজানো তাঁর প্রিয় শখের একটি। ""রাত জাগানিয়া"" কাব্যগ্রন্থটি তাঁর প্রথম প্রকাশ ও প্রয়াস। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: কাব্যগ্রন্থ- রাত জাগানিয়া ইতিহাস বিষয়ক গবেষণা ও প্রবন্ধ গ্রন্থ- একটি মানচিত্রের রক্ত, কাব্যগ্রন্থ- হলদে পাখির নীড়, মোটিভেশনাল প্রবন্ধ- ইন্সপায়ারিং থট্স, অনুবাদ গ্রন্থ- রিচ ড্যাড পুওর ড্যাড, অনুবাদ গ্রন্থ- রোড টু সাকসেস, উপন্যাস- মানুষ একটি মুখোশের নাম, ইতিহাস বিষয়ক- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ইতিহাস বিষয়ক- প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড "

Author's Books

We found 1 items for you!