শাহাবুদ্দিন আহমেদকে আমরা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হিসেবে জানি। জানি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু ক'জন জানি তিনি একাত্তরের আগুনঝরা দিনগুলি কীভাবেকাটিয়েছিলেন! কীভাবে গেরিলা ও সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন; শত্রুর মুখোমুখি হয়েছেন। একটা প্লাটুনের নেতৃত্ব দিয়েছেন তিনি, মৃত্যুকে কাছ থেকে দেখেছেন; দেখেছেন সহযোদ্ধার আত্মাহুতি। বেঁচে থাকার আকুতিও দেখেছেন।তুলির পাশাপাশি এবার কলম তুলে নিয়ে লিখেছেন সেইসব অভিজ্ঞতার কথা।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.