আলমগীর সাত্তার

আলমগীর সাত্তার জন্ম : বরিশাল, ২৭ জুলাই ১৯৩৯ পেশা : ১৯৬৫ সালে পাইলট হিসেবে পিআইএ-তে যােগদান, '১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরপ্রতীক সম্মাননা অর্জন, ১৯৭১ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের উদ্বোধনী ফ্লাইটের ক্যাপ্টেন। ২০০০ সালে বাংলাদেশ বিমানের ডিসি-১০ প্লেনের ক্যাপ্টেন হিসেবে অবসরগ্রহণ। '১৯৭২ সাল থেকে লেখালেখি শুরু। '১৯৮৩ সালে প্রথম প্রকাশিত গ্রন্থ। আইয়ুব খানের কুমির শিকার। পরবর্তীকালে ইয়াহিয়া খানের কৃষ্ণ সারমেয়, কৃষ্ণ অপ্সরা, উড্ডীন কড়চা, আকাশপথে দিনরাত্রি, সত্তায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, রম্যবীণা বাজেরে, বেলুন থেকে বিমান প্রভৃতি গ্রন্থ প্রকাশিত হয়। পেশা ও নেশার কারণে পৃথিবীর বহুদেশ ভ্রমণ করেছেন। লেখার বিষয়বস্তু : ভ্রমণকথা, মুক্তিযুদ্ধ, রাজনীতি, শিল্প-সমালােচনা, সামাজিক জীবনের স্ববিরােধিতা ইত্যাদি। বর্তমানেও লেখালেখির সঙ্গে জড়িত আছেন।

Author's Books

We found 12 items for you!