আকাশচারী তিনি কিন্তু সর্বদাই মাটির সংলগ্ন, লিখেছেন আকাশছোঁয়া মহৎপ্রাণ শ্রেষ্ঠতম বাঙালির কথা। বৈমানিক লেখক আলমগীর সাত্তার বীরপ্রতীক সদ্যযৌবনকালে, ষাটের দশকের সূচনালগ্নে, পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য ও স্নেহ এবং পরবর্তীকালে বারবারই অভিষিক্ত হয়েছেন সেই অবারিত অযাচিত স্নেহধারায়। বঙ্গবন্ধুর জীবনের বড় অংশই কেটেছে কারান্তরালে অথবা উল্কার মতো দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে ছুটে বেরিয়ে দেশবাসীকে জাগরণী-মন্ত্র শোনানোর কাজে। আলমগীর সাত্তারও ব্যস্ত থেকেছেন পেশাগত দায়িত্ব নির্বাহে কিংবা যৌবধর্মের টানে শিথিলভাবে গা ভাসিয়ে। কিন্তু বঙ্গবন্ধুর প্রসারিত হৃদয়ে তাঁর আসনটি সবসময়ই ছিল পাতা। ফলে আলমগীর সাত্তার বঙ্গবন্ধুকে দেখেছেন কাছের ও দূরের- দুই দৃষ্টিতেই, দেখেছেন ঘরোয়া আটপৌরে বাঙালিয়ানার পরিমণ্ডলে, সেইসঙ্গে অবলোকন করেছেন সমাজ ইতিহাসের টালমাটাল গতিধারার অবস্থান থেকে। ইতিহাস ও ইতিহাসের মহানায়ককে এমন ব্যতিক্রমীভাবে জানার সৌভাগ্য ক'জনারই-বা হয়! বৈমানিক যুবক মুক্তিযুদ্ধে যোগ দিয়ে, বাংলাদেশ এয়ারফোর্স গঠনকালের বীর যোদ্ধৃ-দলে শামিল হয়ে আরেক বিরল সুযোগে বরিত হয়েছিলেন। এই সমস্ত কিছুর নিরিখে তিনি আপন অভিজ্ঞতার আলোকে এঁকেছেন বঙ্গবন্ধুর ছবি, সাহিত্য ও সমকাল, আবেগমথিত ব্যক্তিস্মৃতির উদ্ভাসন ও নির্মোহ ইতিহাস-বিচার দুইয়ের সম্মিলনে এক আশ্চর্য গ্রন্থ তিনি উপহার দিলেন আমাদের। গল্পকাহিনীর মতো আকর্ষণীয় কিন্তু গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ-ক্ষমতায় উজ্জ্বল সম্পূর্ণ ব্যতিক্রমী এই বই মানুষ বঙ্গবন্ধু ও ইতিহাস-নির্মাতা বঙ্গবন্ধুর অন্তরঙ্গ ও অজানা রূপ মেলে ধরেছে পাঠকের সামনে।
Specification
Titel: | সত্তায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ |
---|---|
Author | আলমগীর সাত্তার |
Publication: | সাহিত্য প্রকাশ |
ISBN: | 9844651263 |
Edition: | February,2021 |
Number of Pages: | 184 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |