মুজিববর্ষে সময় প্রকাশন-এর শ্রদ্ধার্থর্য্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুনের বঙ্গন্ধুসমগ্র। গত দুই যুগ মুনতাসীর মামুন বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে মৌলিক গবেষণা করেছেন, লিখেছেন নানা ধরনের প্রবন্ধ। আর এ সব কিছু নিয়ে সময় প্রকাশন দুই খণ্ডে প্রকাশ করেছে বঙ্গবন্ধুসমগ্র।ড. মামুন বঙ্গবন্ধুর জীবন চরিত রচনা করেছেন। এ পর্যন্ত বঙ্গবন্ধুর জীবন পাঁচ খণ্ডে প্রকাশিত হয়েছে যাতে সমাহার ঘটেছে নানা অজানা তথ্যের। বঙ্গবন্ধুর এ ধরনের জীবন চরিত প্রথম প্রকাশিত হল। ঐ জীবন চরিতের তৃতীয় ও চতুর্থ খণ্ড এ সংকলনে সংকলিত হল। সময়কাল ১৯৫৫ থেকে ১৯৬৩।মুনতাসীর মামুন রচিত ষড়যন্ত্রের রাজনীতি-তে বঙ্গবন্ধু হত্যার নানা তত্ত্ব ও তথ্যের পর্যালোচনা করা হয়েছে। খ্যাতিমানরা কীভাবে বঙ্গবন্ধুকে মূল্যায়ন করেছেন তা নিয়ে আলোচনা করেছিলেন খ্যাতিমানদের চোখে বঙ্গবন্ধু-তে। গণতন্ত্র, সমাজতন্ত্র ও বঙ্গবন্ধু-তে বঙ্গবন্ধুর কারাজীবন ও বঙ্গবন্ধু, নয়াচীন ও সমাজতন্ত্র নিয়ে দু'টি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। এ সব সংকলিত হয়েছে এ খণ্ডে। এ ছাড়া আছে গত দুই যুগে লেখা আটটি প্রবন্ধ। বঙ্গবন্ধুর জীবনের নানা পর্যায় নিয়ে রচিত হয়েছে প্রবন্ধগুলো যার মধ্যে অন্যতম 'মজিবরের বাড়ি'।বঙ্গবন্ধুকে নিয়ে যারা নতুন কিছু জানতে চান, গবেষণা করতে চান, তাদের জন্য বঙ্গবন্ধুসমগ্র অপরিহার্য।
Specification
Titel: | বঙ্গবন্ধুসমগ্র ২য় খন্ড |
---|---|
Author | মুনতাসির-মামুন |
Publication: | সময় প্রকাশন |
ISBN: | 978 984 458 390 0 |
Edition: | 1st Edition,2022 |
Number of Pages: | 443 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |