বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ার পর সম্প্রতি (৩০শে অক্টোবর ২০১৭) জাতিসংঘ সংস্থা ইউনেস্কো কর্তৃক এটি 'বিশ্ব-ঐতিহ্য সম্পদ' হিসেবে স্বীকৃতি পেয়ে ইন্টারন্যাশনাল মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্ট্রার-এ অন্তর্ভুক্ত হয়েছে। এ ভাষণই যে বাঙালির জাতীয় মুক্তি বা স্বাধীনতার সংগ্রামের প্রামাণ্য দলিল এবং বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আমাদের স্বাধীনতা যে এক ও অবিচ্ছেদ্য সত্তা, ইউনেস্কোর এ স্বীকৃতিতে তা-ই পুনর্ব্যক্ত হয়। ৭ই মার্চের ভাষণ এখন আর শুধু বাঙালির জাতীয় সম্পদ নয়, বিশ্ব মানবতারও সম্পদ।যেসব বিষয়ের ওপর এ গ্রন্থে আলোকপাত করা হয়েছে, সংক্ষেপে তা হচ্ছে— ৭ই মার্চের ভাষণ কেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ, কেন এটি ইউনেস্কো কর্তৃক 'বিশ্ব- ঐতিহ্য সম্পদ' হিসেবে স্বীকৃত এবং এ স্বীকৃতির গুরুত্ব ও তাৎপর্য কী, ইউনেস্কোর এ স্বীকৃতি অর্জনের পেছনে বাংলাদেশ সরকারের গৃহীত অজানা তথ্য, বাঙালির স্বাধীন রাষ্ট্রচিন্তার উৎস-সন্ধান, বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি, বিজয় ও এর তাৎপর্য, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কী, বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' ও 'কারাগারের রোজনামচা' গ্রন্থদ্বয়ের মূল বিষয়বস্তু ও তাতে তাঁর নিজ সম্বন্ধে বর্ণনা, বঙ্গবন্ধুর জীবনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রভাব, বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের ভূমিকা, বিশ্ব নেতৃত্বের আসনে শেখ হাসিনা ইত্যাদি।গ্রন্থটি মুখ্যত সাধারণ পাঠকদের উদ্দেশে নিবেদিত। তবে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, রাজনীতি বিশ্লেষকদেরও অনেকটা প্রয়োজন মেটাবে।
Specification
Titel: | ৭ই মার্চের ভাষণ কেন বিশ্ব-ঐতিহ্য সম্পদ : বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ |
---|---|
Author | হারুন-অর-রশিদ |
Publication: | অন্যপ্রকাশ |
ISBN: | 9789845024754 |
Edition: | 2021 |
Number of Pages: | 128 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |