এ বই সুভো ঠাকুরের স্মৃতির বই না বিস্মৃতির বই। এ লেখার নাম তিনি দিয়েছেন (নাকি তাঁর গায়ে মাথায় হাত বুলিয়ে আর কেউ দিয়েছিলেন) বিস্মৃতিচারণা। এক অর্থে খুব ঠিক নাম। স্মৃতিকথার এ বইয়ে বিস্মৃতি একাধিক অর্থে বড়ো জায়গা জুড়ে আছে নানা স্তরে।জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কথা নিয়ে এই বই। একদিন সুভো ঠাকুর নিজে ওই বিখ্যাত বাড়ির বাসিন্দা ছিলেন। আজ আর নেই। এই লেখার অনেক আগেই তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। ওই বাড়ির এজমালি সম্পত্তিতে তাঁর ভাগের অংশ তিনি বিক্রি করে চলে এসেছিলেন। হয়তো ও বাড়ি ঐতিহ্যও তিনি গা থেকে ঝেড়ে ফেলতে চেয়েছিলেন। এই সুবাদে বিস্মৃতির একটা ভিতরের ঝোঁক হয়তো অজান্তে কাজ করেছে। আবার পুরো ভুলে যেতেও যে পেরেছেন তা নয়। ফলে এই গোটা লেখার মধ্যে একটা টেনশনের চাপ দিব্যি টের পাওয়া যায়।পাঠকেরা যদি ওই বাড়ির ভাগাভাগির গল্পে নিজেদেরকে জড়িয়ে না ফেলেন তা হলে বেশ আরাম পাবেন। নিজেকে কোনো একদিকে হেলে পড়তে দিলে পাঠকের তৃপ্তির ঘরে টান পড়বে। বিশেষত ওই বাড়ির বিশ্ববরেণ্য কবির দিকে ঠোঁটকাটা চিমটির নজির আছে। তাতে যদি কারো গায়ে ছ্যাঁকা লাগে তাহলে কালাপাহাড়ের কিছু করার নেই। এই লেখার পাঠককে এই মেজাজে পৌঁছোতে হবে। নইলে তিনি রসে বঞ্চিত হবেন।
Specification
Titel: | বিস্মৃতিচারণা |
---|---|
Author | সুভো ঠাকুর |
Publication: | তালপাতা প্রকাশনা |
ISBN: | 978-93-83021-7 |
Edition: | 1st print, 2018 |
Number of Pages: | 141 |
Country: | India |
Language: | Bangla - বাংলা |