পাকিস্তান পূর্ব বাংলাকে তেইশ বছর শাসন করেছে। এ সময় জুড়ে শাসকগোষ্ঠী কখনও গণতান্ত্রিক অধিকার দিতে চায়নি। বাঙালিদের অন্যতম দাবি ছিল গণতান্ত্রিক উপায়ে সার্বজনীন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন। ১৯৬৯ সালে পাকিস্তানের দ্বিতীয় সামরিক শাসক গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের ঘোষণা দেন এবং এ লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তাদের সে দাবির বাস্তব পদক্ষেপ দেখা যায় ১৯৭০ সালের নির্বাচনে। ১৯৭০ সালের নির্বাচন ছিল পূর্ব বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রথম দৃষ্টান্ত। ষাটের দশকে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে সচেষ্ট একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনকে বাঙালিদের অধিকার আদায়ের অন্যতম পন্থা হিসেবে উল্লেখ করেন। বঙ্গবন্ধু মনে করতেন পাকিস্তান শাসকগোষ্ঠী একটি সাধারণ নির্বাচন দিলে ছয়দফার পক্ষেই বাঙালি জাতি ম্যান্ডেট প্রদান করবে। বঙ্গবন্ধু নির্বাচনকে জনরায় আদায়ের একটি উপায় হিসেবে গ্রহণ করেছিলেন। পাশাপাশি নির্বাচনে নিজের দলের জয়ের ব্যাপারে সচেষ্ট হন।পাকিস্তানের তেইশ বছরের রাজনৈতিক ইতিহাসে জনগণের প্রত্যক্ষ ভোটে ১৯৭০ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পূর্ব বাংলার জাতীয় ও প্রাদেশিক পরিষদ উভয় স্থানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। যা ছিল বিশ্বের রাজনৈতিক ইতিহাসেও নজিরবিহীন ঘটনা। এ নির্বাচনের পথ ধরেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হয় বাঙালি জাতি এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।
Specification
Titel: | ১৯৭০ সালের সাধারণ নির্বাচন |
---|---|
Author | মোশারফ হোসেন |
Publication: | সময় প্রকাশন |
ISBN: | 978-984-458-231-6 |
Edition: | 2021 |
Number of Pages: | 175 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |