'আলবেরুনী' ঐতিহাসিক উপন্যাস। এর চরিত্র ও ঘটনাবলির মধ্যে অনেককিছু কল্পনাপ্রসূত হলেও আলবেরুনীর জীবনের ঐতিহাসিক কাঠামো ও পটভূমির বর্ণনায় কোনো ঘাটতি নেই। পৃথিবীর অন্যতম জ্ঞানসাধক আবু রায়হান আলবেরুনীর দেশ, জাতীয়তা ও ধর্মের সঙ্কীর্ণ গণ্ডী থেকে মুক্ত অদম্য জ্ঞানপিপাসার বর্ণনা ফুটে উঠেছে এর পাতায় পাতায়।মধ্য এশিয়ার তুর্কিস্তানের খারিজম্ অঞ্চলে তাঁর জন্ম। জাতিতে তিনি পারসিক আর ফারসি তাঁর মাতৃভাষা। জ্ঞানাহরণের তৃষায় ঘুরে বেড়ান বহু দেশ-দেশান্তর। নিজ মাতৃভাষার বাইরে তিনি আরবি, হিব্রু, সংস্কৃত, সিরিয়সহ বহু ভাষা আয়ত্ব করেন।নির্লোভ নিরাশক্ত আলবেরুনী। আলবেরুনী চরিত্রের এমন নানা গুণ-বৈশিষ্ট্যের কাহিনি-ঘটনা বিবৃত হয়েছে এই উপন্যাসে। আলবেরুনী তাঁর আদর্শ আর সত্যনিষ্ঠার কাছে অপরাজিত।জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সকল সংকীর্ণতা আর কূপমণ্ডুকতার ঊর্ধ্বে এই জ্ঞানতাপস। ধর্মনিরপেক্ষতা আর মানবতাবাদের এক উজ্জ্বল জ্যোতিষ্ক আলবেরুনী।একাধিক সুলতানের রাজসভায় সম্পৃক্ত থেকে তিনি দেখেছেন সুলতানের রাজ্য শাসনের নানা কৌশল, দেখেছেন নৃশংসতা, দেখেছেন যুদ্ধজয়ের উল্লাস, লুঠতরাজের হুঙ্কার আর মানুষের ক্রীতদাস হবার করুণ দৃশ্য। এসব মেনে নিতে পারেননি আলবেরুনী। প্রতিবাদ করেছেন নির্ভিকভাবে। এমন নানা বিষয় অত্যন্ত তীক্ষ্ণভাবে উঠে এসেছে এই উপন্যাসে। সত্যেন সেনের নিখুঁত বর্ণনা-কৌশলে পাঠককে চুম্বকের মতো আকর্ষণ করে আলবেরুনীর দৈনন্দিন জীবনপ্রবাহের পথ-চলায়। 'আলবেরুনী' জ্ঞানচর্চা, উদার মানবিকতার বিকাশ আর বিশ্বজ্ঞানবোধ সঞ্চয়ের এক প্রামাণ্য দলিল।
Specification
Titel: | আলবেরুনী |
---|---|
Author | সত্যেন সেন |
Publication: | ঐতিহ্য |
ISBN: | 978-984-776971-4 |
Edition: | 2023 |
Number of Pages: | 246 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |