বই আকারে প্রকাশের উদ্দেশ্যে নিজের আত্মজীবনী লেখেননি চার্লস ডারউইন, লিখেছিলেন নিজের আনন্দ আর নাতি-নাতনিদের কৌতূহল মেটাতে। ১৮৭৬ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে আত্মজীবনীর মূল লেখা শেষ করেন তিনি। এ সময়ে সাধারণত প্রায় প্রতি বিকালে এক ঘন্টা সময় আত্মজীবনী লিখতেন। এ তথ্য আত্মজীবনীতে লিখে গেছেন ডারউইন। এ সময় তিনি মোট ১২১ পৃষ্ঠা লিখেছিলেন। পরবর্তী ছয় বছর অর্থাৎ জীবনের শেষ ছয় বছরে এ মূল লেখার সঙ্গে আরও ৬৭টি পৃষ্ঠা নতুন লেখা যুক্ত করেন তিনি। ডারউইনের আত্মজীবনীর পাণ্ডুলিপিটি সংরক্ষিত আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। ডারউইনের আত্মজীবনী প্রথম প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পাঁচ বছর পরে অর্থাৎ ১৮৮৭ সালে। ছেলে ফ্রান্সিস ডারউইন সম্পাদনা করেছিলেন পিতার সেই আত্মজীবনীমূলক লেখা। ফ্রান্সিস বাদ দিয়েছিলেন পিতা চার্লস ডারউইনের ধর্ম সম্পর্কিত ভাবনাসহ আরও কিছু অংশ। সেই বাদ দেয়া অংশগুলো সহ চার্লস ডারউইনের পূর্ণাঙ্গ আত্মজীবনীমূলক লেখাটি আলোর মুখ দেখে ১৯৫৮ সালে তার নাতনি নোরা বারলোর সম্পাদনায়। নোরা বারলো তার পিতামহের লেখাটিকে হুবহু অনুলিপি করে প্রকাশ করেছিলেন। ১৯৫৮ সালে চার্লস ডারউইনের বিখ্যাত গ্রন্থ অরিজিন অব স্পিসিস প্রকাশের শততম বার্ষিকী স্মরণে প্রকাশিত হয়েছিল ডারউইনের সেই পূর্ণাঙ্গ আত্মজীবনী। বইটির নাম ছিল 'দি অটোবায়োগ্রাফি অব চার্লস ডারউইন ১৮০৯-১৮৮২; উইথ দি অরিজিনাল ওমিশনস রিস্টোরড; এডিটেড উইথ অ্যাপেনডিক্স অ্যান্ড নোটস বাই হিজ গ্র্যান্ড-ডটার নোরা বারলো'। আর এ বইটি নোরা বারলো সম্পাদিত চার্লস ডারউইনের আত্মজীবনীর পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ। ব্যক্তি চার্লস ডারউইনকে জানতে এ আত্মজীবনীর কোনো বিকল্প নেই। ক্রসবারির এক বালক কীভাবে দুনিয়ার সবচেয়ে অলোচিত বৈজ্ঞানিক তত্ত্ব নির্মাণ করেছিলেন তার আখ্যান পাওয়া যাবে এ বইয়ে। গাছপালা, প্রকৃতির প্রতি আকর্ষণ ছিল সেই ছোটবেলা থেকেই। স্কুলে পড়ার সময়ই পিতার কাছে শুনেছিলেন তাকে দিয়ে কিছু হবে না। ডারউইনের স্মৃতিচারণে- আমাকে চূড়ান্ত অপমান করে একদিন বাবা বললেন, 'পাখি শিকার, কুকুর আর ইঁদুর ধরা ছাড়া আর কোন কিছুতেই তোমার মন নেই। তুমি তোমার নিজের এবং পরিবারের জন্য অমর্যাদা বয়ে আনবে।'
Specification
Titel: | দি অটো বায়োগ্রাফি অব চার্লস ডারউইন |
---|---|
Author | চার্লস ডারউইন |
Translator: | শানজিদ অর্ণব |
Publication: | দিব্যপ্রকাশ |
ISBN: | 9789849054610 |
Edition: | 2019 |
Number of Pages: | 128 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |