বয়ঃসন্ধিকালের কিশোর-কিশোরীদের জন্য এই বই লিখেছেন দেশের অগ্রণী মনোচিকিৎসক ও খ্যাতনামা কথাসাহিত্যিক ডা. আনোয়ারা সৈয়দ হক। যে বয়সে শরীর ও মনে ধীরে ধীরে দেখা দেয় পরিবর্তন, সেই বয়সের ছেলেমেয়েদের সবরকম সমস্যা নিয়ে বই তো দূরের কথা আলোচনার অবকাশও আমাদের সমাজে বিশেষ নেই। আবার যথেষ্ট জ্ঞান ও দায়িত্বশীলতার সঙ্গে কাজটি না করলে হিতে বিপরীত হওয়ার শঙ্কাটি থাকে বেশি। ডা. আনোয়ারা সৈয়দ হক এই দুরূহ দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে। কিশোর-কিশোরীদের উদ্দেশ্য করে অন্তর ও ঘরোয়াভাবে তাদের শারীরিক ও মানসিক বিভিন্ন দিক ব্যাখ্যা বিশেষণ করেছেন তিনি। তাই উঠতি বয়সের ছেলেমেয়েরা নিজেরা যেমন কিনে পড়বে এই বই, তেমনি বাবা-মায়েরাও পরম নির্ভরতার সঙ্গে সন্তানদের হাতে তুলে দিতে পারবেন ‘তুমি এখন বড় হচ্ছো ।
আনোয়ারা সৈয়দ হক (জন্ম ৫ নভেম্বর, ১৯৪০) হলেন একজন খ্যাতনামা বাংলাদেশী মনোরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও কথাসাহিত্যিক। তিনি বেশ কিছু গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশুসাহিত্য রচনা করেছেন। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে তার রচনায় মনস্তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেছেন। উপন্যাসে অবদানের জন্য তিনি ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। পারিবারিক জীবনে তিনি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিণী ছিলেন।
Such an incredibly complex story! I had to buy it because there was a waiting list of 30+ at the local library for this book. Thrilled that I made the purchase
I read this book shortly after I got it and didn't just put it on my TBR shelf mainly because I saw it on Reese Witherspoon's bookclub September read. It was one of the best books I've read this year, and reminded me some of Kristen Hannah's The Great Alone.