জিবরান আরবি ও ইংরেজি দু'ভাষাতেই লিখেছেন। ফলে তার গ্রন্থের সংখ্যাও কম নয়। এখানে পনরটি গ্রন্থ একত্রে প্রকাশিত হল। পন্ডিতের এই পনরটি গ্রন্থকে জিবরানের সবচেয়ে মূল্যবান রচনা বলে মনে করেন।জিবরানের এই গ্রন্থগুলি পাঠ করলে যে কোন পাঠকই বুঝতে পারবেন যে মাতৃভূমির কোন অস্তিত্ব ছিলনা তার কাছে ছিল শুধু ছবির মতো একটা ভান্ডার বিশেষ যা গ্রামীণ প্রতিমূর্তিতে আচ্ছন্ন, যা তিনি স্থানীয় রঙ মিশিয়ে লেখায় তুলে ধরতে পারতেন। সত্যি বলতে কি তার ইন্দ্রিয় সাড়া দিত ‘মাউন্ট সান্নাই' এর ওপরে চাঁদ ওঠা, সমুদ্র থেকে বিবলজের দৃশ্য, বরফে চিরহরিৎ বনভূমি ঢেকে যাওয়া ও ধাবমান মেষপালকের পাশে বসে থাকা মেষপালককে দেখলে। এমনকি সুতোর মতো পাহাড়ি পথকে ক্ষত-বিক্ষত করে এরকম দৃশ্যের বর্ণনাও তার রচনায় লক্ষ্য করা যায়। কিন্তু তার মেধা উৎসাহিত হয়েছিল লেবাননের ঐতিহাসিক গাথা কাহিনীর দ্বারা। আরও আকর্ষণ করেছিল তাকে সাদা পাথরের ফিনিসীয় মন্দির, আলবেক এর উঁচু স্তম্ভ এবং ধর্মযুদ্ধে বিবলজ দুর্গের বিশাল ক্ষয়-ক্ষতি। জিবরান এটা বর্ণনা করেন। এভাবে: 'লেবানন একটা পাহাড়ের নাম নয়, লেবানন হল কাব্যিকতার ব্যাখ্যা।'জিবরানের সাহিত্যের বৈশিষ্ট্য হলো যন্ত্রণা ও ভ্রান্তি দূর করার প্রবল চেতনাবোধ। তার উদ্দেশ্য হলো সমাজকে পুনর্গঠন করা। তিনি তার অধিকাংশ রচনায় নারীর প্রতি অবিচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। সরাসরি। আক্রমণ করেছেন যাজকদের অর্থলিপ্সার প্রবণতাকে এবং বিদ্রোহ করেছেন কুসংস্কারপূর্ণ ও গোঁড়ামিতে আচ্ছন্ন সামাজিক বন্ধনের বিরুদ্ধে।জিবরান বিশ্বাস করতেন মানবতা হল শ্রেষ্ঠ সেবা এবং দুই সংস্কৃতির বৈশিষ্ট্য স্বীকার করে তা ডিঙিয়ে গিয়েও করা সম্ভব।
Specification
Titel: | কহলীল জিবরান রচনা সমগ্র |
---|---|
Author | কহলীল জিবরান |
Translator: | মোস্তফা মীর |
Publication: | অনিন্দ্য প্রকাশ |
ISBN: | 9847015601003 |
Edition: | ১ম প্রকাশ ফেব্রুয়ারি ২০০৯ |
Number of Pages: | 832 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |