আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালে যেতে হয়েছিল একটা কাজে। সে অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় বারোটার সময় নৌকায় উঠলাম। আমার সাথে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে-গুজবে সময় কাটতে লাগল। সময়টা পূজার পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হল। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হল। সন্ধ্যা হবার সাথে সাথে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম; শোনা গেল খালটা এখান থেকে শুরু হয়ে নোয়াখালির উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে এ আমার নতুন যাওয়া, চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগল । অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধোঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ। শটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠাণ্ডা থাকলেও আমি ছৈয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোটো ছোটো খাল ও নদী চারপাশে, সমুদ্র খুব দূরে নয়, দশ-পনেরো মাইল দক্ষিণ-পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হল। খালের দুপাড়ের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল। এ অংশে মানব বসতি একেবারে নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ ।আমার সাথী বললেন- এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছৈয়ের মধ্যে। এসব জঙ্গলে... বুঝলেন না?
Specification
Titel: | ভৌতিক অলৌকিক সমগ্র |
---|---|
Author | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
Publication: | প্রসিদ্ধ পাবলিশার্স |
ISBN: | 978-984-95528-0-2 |
Edition: | 2021 |
Number of Pages: | 296 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |