মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে মানুষের আগ্রহের সীমা-পরিসীমা নেই। মানব-চৈতন্যে তা যেমন আলোড়ন জাগায়, তেমনি বিজ্ঞান-ভাবনায় তৈরি করে প্রসারতা। বিজ্ঞানের দৃষ্টিতে মহাবিশ্ব বিচারে আধুনিককালের অগ্রগণ্য ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব স্টিফেন হকিং দুনিয়াজোড়া সুপরিচিত এক নাম। বিজ্ঞান-চিন্তায় নতুন প্রসারতা তিনি যেমন ঘটিয়েছেন, তেমনি সচেষ্ট হয়েছেন বিজ্ঞানের আলোকে মহাবিশ্ব বীক্ষণের ধ্যান-ধারণা সাধারণ পাঠকের কাছে মেলে ধরতে। তাঁর গ্রন্থ 'অ্যা ব্রিফ হিস্টরি অব টাইম' অর্জন করেছে অভূতপূর্ব জনপ্রিয়তা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চলৎশক্তিহীন এই বিজ্ঞানীর জীবনসংগ্রামও মননশীল পাঠকদের আলোড়িত করে বিপুলভাবে । বিজ্ঞানের হালফিল অগ্রগতির নিরিখে জনপ্রিয় সেই গ্রন্থের আরো সহজ ও সর্বাধুনিক ভাষ্য হিসেবে রচিত 'সময়ের সংক্ষিপ্ততর ইতিহাস', বাঙালি পাঠকদের জন্য নিবেদিত হলো বিজ্ঞান-লেখক আবুল বাসারের দক্ষ ভাষান্তরে। ক্রমপ্রসারমান মহাজাগতিক বোধে মানবজাতির উত্তরণের বিশ্বজনীন প্রয়াসে বাংলাভাষাভাষী পাঠকদের যুক্ত করবে এই গ্রন্থ, আকারে ক্ষীণ, বক্তব্যে সংক্ষিপ্ততর হলেও তাৎপর্যে বিশাল, গুরুত্বে সম্প্রসারমান । মহাবিশ্বের নাগরিকত্ব গ্রহণে পাঠকদের সাদর আমন্ত্রণ জানায় এই গ্রন্থ ।
Specification
Titel: | সময়ের সংক্ষিপ্ততর ইতিহাস |
---|---|
Author | লিওনার্দ ম্লোডিনো |
Publication: | সাহিত্য প্রকাশ |
ISBN: | 9847012402528 |
Edition: | January 2017 |
Number of Pages: | 182 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |