আনোয়ার হোসেইন মঞ্জু
জন্ম ১৯৫৪ সালে শেরপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। বার্লিনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা (১৯৮৩)। ১৯৮৮-৮৯ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৯২-৯৩ সালে দিল্লিতে ইনস্টিটিউট অব কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্টাডিজে সাংবাদিকতায় উচ্চতর পড়াশোনা। ফিলিপাইনের র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডের নমিনেটর ছিলেন (১৯৯৮)। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং কয়েকটি জাতীয় দৈনিকের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন । অনুবাদ করেছেন ৬০টির বেশি বই ।