তপন শাহেদ
তপন শাহেদ বাংলা সাহিত্যের শিক্ষক, ভাষাবিজ্ঞান-গবেষক, অনুবাদক ও লেখক । লাতিন আমেরিকার অপর ভুবনজয়ী কথাসাহিত্যিক পেরুর মারিয়ো বার্গাস ইয়োসা-র আত্মজীবনী El Pez En El Agua-র বাংলা ভাষান্তর করেছেন তিনি । তাঁর প্রধান অনুবাদকর্মের মধ্যে আরও আছে হাসান আজিজুল হকের প্রখ্যাত গল্প ‘জীবন ঘষে আগুন'-এর ইংরেজি ভাষান্তর "The Spark of Life' Three Stories by Hasan Azizul Huq গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। তিনি কাজী আনিস আহমেদ-এর উপন্যাস The World in My Hands-এর বাংলা ভাষান্তর করেছেন যা হাতের তারায় বিশ্ব খেলে নামে প্রকাশিত হয়েছে। তাঁর মৌলিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে আবুল হাসানের কবিতা ও অন্যান্য প্রবন্ধ নামে একটি প্রবন্ধগ্রন্থ এবং ঘুমপাড়ানি গল্প নামে একটি শিশুতোষ গ্রন্থ ।