স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রতিটি সরকারের আমলেই 'উন্নয়ন' বিপুলভাবে আলোচিত ছিল। অবকাঠামো উন্নয়ন এই সমায়ে আগের যে কোন সময়ের চেয়ে বরং বেশি প্রাসঙ্গিক। কিন্তু আমাদের উন্নয়ন কি টেকসই? রাজনৈতিকভাবে কথিত এত বিপুল উন্নয়নের পরে দেশের বিভিন্ন অবকাঠামো খাতে সত্যিকার অর্থে কতটুকু উন্নয়ন হয়েছে অতীতে এবং বর্তমানে, এই ইন্টারেস্টিং প্রশ্নকে সামনে রেখে এই পুস্তকে উন্নয়ন বিষয়ে বেশ কিছু খাত নিয়ে ক্রিটিক্যাল বিশ্লেষণধর্মী আলোচনা তোলা হয়েছে। নতুন ধারার এসব আলোচনা কিছু ক্ষেত্রে চমক জাগানিয়া, কিছু তীর্যক সমালোচনা ও আত্মবিশ্লেষণ ধর্মী, কিছু ক্ষেত্রে সম্ভাবনা উন্মোচনের এবং সম্ভাব্য বিকল্প সমাধান বাতলে দেয়ার। উন্নয়নের গতানুগতিক কোন আলোচনা বইটিতে স্থান পায়নি।বাংলাদেশের শিক্ষা, শ্রমবাজার ও কর্মসংস্থান কতটা টেকসই? করোনা শ্রমবাজারের কী কী ঝুঁকি নিয়ে এসেছে? কোটা সংস্কার কিংবা নতুন চাকরি তৈরির নতুন উপলব্ধি কি? সড়ক ও সেতু নির্মাণে আমরা কতটা এগিয়েছি? আমাদের সড়ক পরিবহন ব্যবস্থাপনা ও সড়ক আইন কেমন? বিদ্যুৎ মাস্টারপ্ল্যান কতটা ভবিষ্যতমুখী? মধ্যবিত্ত ও পেশাজীবীদের রাষ্ট্র ভাবনা কতটা উন্নত? পলিটিক্যাল ইকোনোমি উন্নয়নকে কিভাবে প্রভাবিত করে? কিংবা মার্কিন নিষেধাজ্ঞার পরের সংকট থেকে বেরুবার টেকসই পথ কি?শিক্ষায়, স্বাস্থ্যে, কর্মবাজারে, সড়ক-সেতুতে, ট্র্যাফিক শৃংঙ্খলায়, জ্বালানি খাতে, রাজধানী উন্নয়নে, সমাজ কিংবা রাজনীতিতে বিপুল উন্নয়ন কাদের কাজে এসেছে? উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশের অবস্থান কোথায়? সাধারণ মানুষের জীবন মানে বোধগম্য পরিবর্তন আনতে পারার মত দরকারি বহুমাত্রিক, সমন্বিত ও সুষম উন্নয়ন, যাকে আমরা টেকসই উন্নয়ন বলি তা কতটা বাংলাদেশে হয়েছে- সেটাই এই পুস্তকের কেন্দ্রীয় আলোচনা।
Specification
Titel: | উন্নয়ন প্রশ্নে বাংলাদেশের কিছু সংকট ও সম্ভাবনা |
---|---|
Author | ফয়েজ আহমদ |
Publication: | বর্ষাদুপুর |
ISBN: | 978-984-96386-8-1 |
Edition: | ১ম প্রকাশ ফেব্রুয়ারি ২০২২ |
Number of Pages: | 272 |
Country: | Bangladesh |
Language: | Bangla - বাংলা |